ছেলেরা ইসলামিক শিক্ষা নিচ্ছে, তাই সিনেমা ছাড়ছেন অনন্ত জলিল

হাতে থাকা কয়েকটি কাজ শেষ করেই সিনেমা থেকে বিদায় নেবেন; কয়েক মাস আগে নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এবার সেই পথে হাঁটার ঘোষণা দিলেন তার স্বামী অনন্ত জলিলও।
শনিবার রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অনন্ত বলেন, দুই সন্তান বড় হয়ে উঠছে। তারা ইসলামিক শিক্ষা নিচ্ছে। সে বাস্তবতায় বাবা–মা সিনেমায় অভিনয় করলে সেটা সন্তানদের জন্য অনুকূল নয়।
অনন্ত জানান, বড় ছেলে আটপাড়া কোরআনের হাফেজ, ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে। তাদের মাদ্রাসা ও পড়াশোনার ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, ‘ওরা ইসলামিক পড়াশোনা করছে, আর আমরা যদি সিনেমা করি—এটা ওদের কাছে ভালো লাগবে না, আমার কাছেও না।’
২০১০ সাল থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব প্রযোজনায় সিনেমা বানিয়ে আসছেন অনন্ত জলিল। প্রায় সব সিনেমাতেই তার সঙ্গে অভিনয় করেছেন বর্ষা। এমনকি যৌথ প্রযোজনায় আন্তর্জাতিক শিল্পীদের নিয়েও কাজ করেছেন তারা।
বর্তমানে অনন্ত–বর্ষা অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী দ্য লিডার’ নির্মাণাধীন রয়েছে। সেখানে ভারতের নামকরা কয়েকজন অভিনেতাও যুক্ত আছেন। তবে এই তারকা দম্পতির ইঙ্গিত—হাতে থাকা অসমাপ্ত কাজগুলো শেষ করেই বিদায় জানাতে চান পর্দাকে।
অনন্ত বলেন, ‘আমাদের হাতে দুই–তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি। এগুলো শেষ করেই হয়তো সরে দাঁড়াবো। আসলে করোনার পর থেকে ব্যবসার দিকে সময় দিতে হচ্ছে বেশি। নইলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’