জামায়াত নেতার বক্তব্যে ড্যাবের প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কর্তৃক চিকিৎসকদের নিয়ে দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটি একই সঙ্গে ডা. তাহেরকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৩০ আগস্ট) এক অনুষ্ঠানে ডা. তাহের দাবি করেন, চিকিৎসকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে আর্থিক সুবিধা নেন, যার কারণে চিকিৎসা ব্যয় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তার এ বক্তব্যের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন একজন সিনিয়র ডাক্তার। প্রতিবাদ শেষে উত্তেজিত হয়ে পরেন চিকিৎসক।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে মন্তব্যটিকে “অপমানজনক ও বিভ্রান্তিকর” হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, এমন ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি আস্থা কমাতে পারে এবং বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতা বাড়াতে সহায়তা করতে পারে। তারা ডা. তাহেরকে আবারও বিবৃতি প্রত্যাহারের আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের চিকিৎসকরা জাতীয় দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তুলনামূলকভাবে স্বল্প বেতনে তারা জনগণের সেবা দিয়ে আসছে। ড্যাব চিকিৎসকদের মর্যাদা রক্ষায় এবং দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনটি নিশ্চিত করেছে, সাধারণ চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে তারা ভবিষ্যতেও দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসকদের সম্মান রক্ষায় কাজ চালিয়ে যাবে।