রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক

রাজধানীতে বেড়েছে ছিনতাইয়ের প্রবণতা। ছিনতাই রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে পাঁচ দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের আটক করা হয় বলে জানান তিনি। এসময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ২০০ টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার এবং একটি মানিব্যাগ জব্দ করা হয়।
আটকেরা হলেন—মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) তেজগাঁও সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালে বাসে উঠতে যাওয়া এক যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিল তিন ছিনতাইকারী সাজ্জাত হোসেন, ওয়াসিম আকরাম ও সুমন। এসময় উপস্থিত জনগণের সহযোগিতায় তাদের আটক করেন তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।
একই দিনে মিরপুর সাড়ে এগারোর সেতারা টাওয়ারের সামনে এক পথচারীর চিৎকার শুনে ছিনতাইকারী মো. সুলতান মাহমুদ খানকে আটক করেন সার্জেন্ট মো. রবিন রানা।
অন্যদিকে শুক্রবার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় মধ্যরাতে ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ শান্তকে জনসাধারণের সহযোগিতায় আটক করেন ট্রাফিক শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার কাছ থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ ২০০ টাকা এবং একটি মানিব্যাগ জব্দ করা হয়।