ডিসি পরিচয়ে চাঁদা দাবি করে যুবক গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে এক ব্যবসায়ীর কাছ থেকে ডিসি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে সাজ্জাদ হোসেন সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর পাথালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সাজ্জাদ হোসেন সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা করেন ব্যবসায়ী মো. রেজাউল করিম। মেলান্দহ থানায় সোমবার রাত ১১টা দিকে এ মামলা করেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা হয়, দীর্ঘদিন ধরে মাটি কাটার ব্যবসা করেন রেজাউল। মেলান্দহ উপজেলার চিনিতুলা গ্রামের পাশে মরাখাল থেকে কন্ট্রাক্টে মাটি কাটার সময় তার কাছে সাজ্জাদ হোসেন সাকিব, মনির হোসেন জুইসসহ আরও কয়েকজন ডিসি-ওসির পরিচয়ে প্রতি মাসের জন্য চাঁদা দাবি করে। সোমবার তারা চাঁদার টাকার জন্য চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে রেজাউল অপারগতা প্রকাশ করলে তাকে নানা ধরনের হুমকি দেন তারা৷ পরে স্থানীয়রা থানায় খবর দেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও সাকিবকে আটক করে থানায় নেয় পুলিশ।
রেজাউল করিম বলেন, ‘আমরা মাটি কেটে খাই। মনির হোসেন জুইস নামের এক ব্যক্তি একদিন বলল, সপ্তাহে ৩৩ হাজার টাকা তাকে দিতে হবে, তাহলে ডিসি ও ইউএনও কেউ সমস্যা করবে না। পরে টাকা দিতে রাজি হই এবং তাদের বলি ডিসির সঙ্গে দেখা করাতে হবে, তবেই টাকা দেব। পরে সাকিবকে ডিসি সাজিয়ে এনে তারা টাকা চায়। বিষয়টি বুঝতে পেরে আমরা পুলিশকে খবর দেই।’
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রেজাউল করিম থানায় অভিযোগ দেওয়ার পর আমরা সেটি মামলা হিসেবে গ্রহণ করেছি। পরে এক আসামিকে গ্রেপ্তার করেছি। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।