মুন্সীগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টংগীবাড়ীর কুন্ডেরবাজার থেকে শিশু ধর্ষণ মামলার আসামি মো. রুহুল আমীনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ ও ১০। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব ১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
শামীম হাসান জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১০ অভিযান চালিয়ে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে থাকা রুহুল আমিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় ধর্ষণ মামলা রয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) আসামি রুহুল আমিন তার বাসা পরিষ্কার করার কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাসা পরিষ্কার করতে থাকলে রুহুল আমীন ভিকটিমের মুখে কাপড় বেধে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই ঘটনায় বাদী ভিকটিমের বাবা টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।