একসঙ্গে পৃথিবীর আলো দেখল পাঁচ নবজাতক

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের লামিয়া আক্তার (২৩) একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি পাঁচ সন্তানের মা হয়েছেন। এটি তার প্রথম সন্তান প্রসব। পাঁচ সন্তানের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। প্রসবের সময় সিজারিয়ান বা অন্য কোনো অস্ত্রোপচার করা হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সোহেল হাওলাদারের সঙ্গে একই উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়া আক্তারের বিয়ে হয়। সোমবার সকালে প্রসব ব্যথা অনুভব করলে তাকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে পরপর পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, দুই বা তিন সন্তান জন্ম দেওয়ার ঘটনা শুনেছি। কিন্তু একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম এই প্রথম দেখলাম। তাও আবার কোনো রকম সিজারিয়ান ছাড়াই। এ সবই সৃষ্টি কর্তার নিখুঁত আয়োজন।
লামিয়া আক্তারের স্বামী সোহেল হাওলাদার জানান, তার পাঁচ সন্তানই সুস্থ আছে। তিনি সকলের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
বরিশাল ডায়াবেটিস হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল। তবে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে, যা আশাব্যঞ্জক।