১৫ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার কেরাণীগঞ্জের পশ্চিম ব্রাহ্মণকিত্তা মদিনাবাগে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
আজ শুক্রবার (২১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জের পশ্চিম ব্রাহ্মণকিত্তা মদিনাবাগে অভিযান চালায় র্যাব-১০। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নিলু হাওলাদার (৩৫) ও মো. আব্দুর রহমান (২২)। নিলুর বাড়ি শরীয়তপুরের জাজিরার মহরখরকান্দী গ্রামে। অপর আসামির বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলদিঘী মধ্যপাড়ায়।
র্যাব সূত্র জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।