পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৭২

ফাইল ছবি
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১০৭ জন ও অন্যান্য অপরাধে জড়িত ৪৬৫ জন রয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় সার দেশে একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৫৭২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি উজি সাব-মেশিন গান, চার রাউন্ড গুলি, একটি লোহার রেত, তিনটি চাইনিজ কুড়াল ও দুইটি কিরিচ জব্দ করা হয়েছে।