যানবাহনে চাঁদা আদায়ের সময় রাজধানীতে গ্রেপ্তার ২

রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা।
শনিবার (২২ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (৩০) ও মো. তছলিম (৪৮)।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মার্চ) দুপুরে বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উত্তোলিত চাঁদার ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান, ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।