ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে বায়ুদূষণে ষষ্ঠ

রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ সোমবার (২৪ মার্চ) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে শহরটি।
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৭৬। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে থাকা সেনেগালের ডাকার স্কোর ২৩৮। ২২৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চমে রয়েছে যথাক্রমে ২০২ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর, ১৯৪ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় এবং ১৮০ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।