নেপালের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় ঢাকা

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ দেশটির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, কৃষি, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার চেষ্টা করেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ সোমবার (১৪ জুলাই) কাঠমান্ডুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবার সঙ্গে সাক্ষাৎকালে বিষয়টি তুলে ধরেছেন।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বৈঠককালে উভয় পক্ষ ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা এবং কৃষি ও খাদ্য নিরাপত্তায় নতুন পথ অন্বেষণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছে। তারা টেক্সটাইল, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন। তারা দুটি দেশের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন এবং থিঙ্ক ট্যাঙ্ক ও একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে গভীর সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
রাষ্ট্রদূত রহমান সহযোগিতার এই ক্ষেত্রগুলোকে এগিয়ে নিতে নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এসব ক্ষেত্রে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর অব্যাহত সহায়তা কামনা করেছেন। জবাবে নেপালে মন্ত্রী দেউবা রাষ্ট্রদূতকে তার পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন এবং নেপালে তার মেয়াদে সাফল্য কামনা করেছেন।