প্রেমের টানে নরসিংদীতে সিঙ্গাপুরী তরুণী ফাতেমা

প্রেমের টানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের নরসিংদী জেলায় এসেছেন ফাতেমা নামের এক তরুণী। গত শুক্রবার (২১ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে তরুণী ফাতেমা নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের তরুণ হিমেল আহমেদের কাছে আসেন। বিয়ে করে সংসার করছেন তারা। বিদেশি বউ পেয়ে খুশি বাঙালি তরুণের পরিবার ও এলাকাবাসী। বিদেশি বউ দেখতে ওই তরুণের বাড়িতে ভিড় করছে স্থানীয়রা।
জানা গেছে, হিমেল ১১ বছর মালয়েশিয়া থাকার পর কাজের সুবাদে পরিচয় হয় সিঙ্গাপুরী তরুণী ফাতেমার সঙ্গে। এরপর থেকেই ভালো লাগা অতঃপর প্রেম। সর্বশেষ তিন মাস আগে বিয়ের পিরিতে বসেন এই দম্পতি। হিমেলের পরিবার সাদরে গ্রহণ করেন সিঙ্গাপুরী এই তরুণীকে। তাদের বিয়েতে খুশি পরিবারসহ আত্মীয়-স্বজন। পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে বাড়িতে আসেন তারা। ভিনদেশি বউকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সকলে।
হিমেল জানান, ‘মালোয়েশিয়ায় এক অনুষ্ঠানে ফাতেমার সাথে আমার পরিচয় হয়। মালয়েশিয়া ও সিঙ্গাপুর খুবই কাছাকাছি। তাই সপ্তাহে দুই দিন সে আমার সাথে দেখা করতে মালয়েশিয়ায় আসত। এ সময় দুজন মালয়েশিয়ার বিভিন্ন স্পটে ঘুরতে যেতাম। ওর সাথে মালয়েশিয়ায় অনেক ভালো সময় কেটেছে। এ সময় দুজন-দুজনকে ভালোবেসে ফেলি। পরবর্তীতে আমি আমার বাবা-মায়ের সাথে কথা বলি। তাদের মতামত নিয়ে আমরা বিয়ে করি। তাকে পুত্রবধূ হিসেবে পেয়ে আমার পরিবার অনেক খুশি।’
সিঙ্গাপুরী তরুনী ফাতেমা জানান, ‘হিমেলের সাথে আমার প্রথম দেখা হয় মালয়েশিয়ার আমেরি হোটেলে। আমার ভাগ্নের জন্মদিনের অনুষ্ঠানে। হিমেল আমেরি হোটেলে কাজ করতেন। সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্বের সুবাদে আমরা মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ঘুরতে যেতাম। সেই থেকে আমাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। পরবর্তীতে আমরা দুজন-দুজনের পরিবারের সঙ্গে কথা বলি। হিমেলের মা-বাবা যখন আমাকে মেনে নিয়ে বিয়ের সম্মতি দেন তখন আমরা বিয়ে করি। হিমেল ও তার পরিবারকে ভালোবেসে এদেশে এসেছি।’
হিমেলের মা বলেন, ‘বিদেশি বউ পেয়ে আমরা অনেক খুশি। দুই পরিবারের মতামতের ভিত্তিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। ভীনদেশি হলেও আমাদের বউমা অনেক ভালো।