কুড়িগ্রামে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম সাঈম আলী (৫২)। সে ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ মার্চ) দুপুরে আট বছর বয়সী এক মেয়ে শিশুকে ঘাস কাটা শিখিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করে সাঈম। এ সময় শিশুটির চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে আসেন। কিন্তু তার আগেই সাঈম পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় গতকাল সোমবার একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল সন্ধ্যায় আসামি সাঈমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতা রোধে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। আসামি সাঈমকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।