বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন নাটোর সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ (মীম), যুগ্ম আহ্বায়ক শিশির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ইমাম হোসেনসহ অন্যান্যরা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নির্বিঘ্নে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আহতদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে নাটোর জেলায় আহত ১০০ জনের তালিকা রয়েছে। প্রথম দিনে ৯১ জনকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জন্য স্বাস্থ্য কার্ড পাঠানো হয়েছে। যাতে করে কার্ডধারীরা হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকে দ্রুত ও ভালোমানের সেবা পাবেন।