রাজধানীতে ২৪ ঘণ্টায় চাঁদাবাজসহ গ্রেপ্তার ১৯৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
ডিএমপি পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয় জন ডাকাত, সাত জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৩ মাদক কারবারি, ৪৩ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, রোববার (২৩ মার্চ) দিনগত রাত ১২টা থেকে সোমবার (২৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত ডিএমপির ৫০টি থানা এলাকায় এ সব অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি গাড়ি, একটি ডেস্কটপ, একটি সিপিইউ, ২৩ টি প্রিন্টেট স্মার্ট কার্ড , একটি সিডি, ছয়টি মোবাইল ও ১৮টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৫১ পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা করা হয়। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।