খাগড়াছড়িতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. সেলিম। ছবি: এনটিভি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. সেলিম উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কাঠাঁলতলী এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি দীঘিনালা থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ডেভিল হান্ট অভিযানের আওতায় দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।