শহীদদের প্রত্যাশার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই চলবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদদের প্রত্যাশার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই শেষ হয়নি, এখন থেকে শুরু হলো। এই লড়াই চলবে। প্রয়োজনে এই প্রত্যাশা পূরণে নিজের জীবনও বিলিয়ে দিতে চাই।
মঙ্গলবার (১ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়া ডাক বাংলো মাঠে নিজ উপজেলায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। সাড়ে ১৩টি বছর বাংলাদেশের দলীয় সব কার্যালয় সিলগালা করে রেখেছিল। শেষ মুহূর্তে দিশেহারা হয়ে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াত আমির হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এতে কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার কয়েক হাজার কর্মী অংশ নেন।