সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে গর্ত খুঁড়ে শৌচাগারের সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শফিকুল শেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় মাহবুব মোল্যার নির্মাণাধীন ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
শফিকুল শেখ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মমিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির মালিক মাহবুব মোল্যার পাঁচতলা ভবনের নিচতলায় সেফটিক ট্যাংক নির্মাণের জন্য শফিকুলসহ দুই শ্রমিক খনন করছিলেন। ২০ ফুট গভীর দুটি গর্ত খনন শেষে রিং স্লাব বসানোর সময় আকস্মিক পাড় ধসে গর্তের পাশে খননকৃত স্তূপ করে রাখা মাটির নিচে চাপা পড়েন শফিকুল। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে শফিকুলকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হুসাইন এনটিভি অনলাইনকে বলেন, ওই শ্রমিককে হাসপাতালে আনার আগেই মারা যান। তার নাক ও মুখ বালুতে ভর্তি ছিল। এতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে।
বাড়ির মালিকের স্ত্রী কবিতা খানম এনটিভি অনলাইনকে বলেন, ‘সেপটিক ট্যাংকের জন্য খননকাজ করছিলেন শফিকুল শেখ। হঠাৎ মাটি ধসে চাপা পড়ে তিনি নিহত হন। নিহতের পরিবারের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে।’
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল খালেক জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। তবে শ্রমিককে বাঁচানো সম্ভব হয়নি।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘শ্রমিকের পরিবার কোনো অভিযোগ করেনি এবং পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করেছে। নিহতের পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’