ইরাকের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬০

ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) রাতে দেশটির পূর্বাঞ্চলীয় কুত শহরে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমরে বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও দ্য হিন্দুস্থান টাইমস।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি আইএনএ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বুধবার (১৬ জুলাই) রাতে প্রধান শপিং সেন্টারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা প্রায় ৬০ জনে পৌঁছেছে।
অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের একটি বড় অংশ আগুনে পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।
নগরীর একজন স্বাস্থ্য কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি। যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, কিন্তু একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানান, আরও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ফলাফল দুই দিনের মধ্যে প্রকাশিত হবে।

আইএনএ গভর্নরের উদ্ধৃতি দিয়ে আরও জানিয়েছে, আমরা ভবন ও শপিংমলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।