ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৬

ধামরাইয়ে বৃহস্পতিবার ভোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ছবি : এনটিভি
ঢাকার ধামরাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সোহেল রানা বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আহত হয় আরও ছয়জন। আহতদের উদ্ধার করে ধামরাই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি দিয়ে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। মরদেহ গোলড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।