অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থের ঘটনায় সেই বিক্রেতা গ্রেপ্তার

যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে শিশু-নারীসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হওয়ার ঘটনায় সেই ফুচকা বিক্রেতা মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত সোমবার রাতে উপজেলার দেয়াপাড়া গ্রামে ভৈরব ব্রিজের পাড়ে ঈদমেলার একটি অস্থায়ী দোকানের ফুচকা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসকরা জানিয়েছেন, খাবার প্রস্তুতে ত্রুটির কারণে একযোগে এতো মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলীমুর রাজীব জানিয়েছিলেন, খাবারে জীবাণু থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ রোগীর পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা ও জ্বর দেখা দিয়েছে। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত ৯৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলার আমডাঙ্গা গ্রামের ভুক্তভোগী তানজিম হোসাইন বলেন, ঈদের দিন বিকালে ঈদ মেলায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ মানুষের কথা বিবেচনা করে তাদের পক্ষে আমি মামলাটি দায়ের করেছি। যাতে সবাই ন্যায় বিচার পায়।
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার হওয়ায় পর ফুচকা দোকানি মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনির হোসেনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করেছেন ভুক্তভোগী তানজিম হোসাইন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।