বেনাপোলে যুবককে গলা কেটে হত্যা

বেনাপোল পোর্ট থানা। ছবি : এনটিভি
যশোরের বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে মিজানুরের গরু জবাই করার পরিকল্পনা ছিল। ওই সময় এক ভ্যানচালক বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করলে মিজানুরের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে পড়ে আছেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।