দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

দুর্নীতি প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি-করাপশন কমিশন (এনএসিসি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
আজ শুক্রবার (৪ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং এনএসিসি প্রেসিডেন্ট সুচার্ট ট্রাকুলকাসেমসুক নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্বাক্ষরোত্তর বক্তব্যে দুদক চেয়ারম্যান ড. মোমেন আশা প্রকাশ করে বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
ড. মোমেন বলেন, “অনেক দুর্নীতিবাজ বাংলাদেশি বিদেশে, বিশেষ করে প্রতিবেশী কিছু দেশে আশ্রয় নিয়েছে। এই সমঝোতা তাদের সন্ধানে আমাদের সহায়তা করবে এবং আইনের আওতায় আনতে সাহায্য করবে।”
এই সমঝোতা স্মারকটি জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন (ইউএনসিএসি) এর ৪৮ নম্বর অনুচ্ছেদের আলোকে স্বাক্ষরিত হয়েছে, যেখানে পারস্পরিক সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চুক্তির আওতায় বাংলাদেশ ও থাইল্যান্ড একে অপরকে দুর্নীতি প্রতিরোধে প্রাসঙ্গিক প্রাথমিক তথ্য সরবরাহ করবে, তথ্য সংগ্রহে সেরা পদ্ধতি বিনিময় করবে, তথ্য আদান-প্রদান, যৌথ প্রকল্প গ্রহণ, গবেষণা শেয়ার এবং অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম পরিচালনা করবে।