প্রধান উপদেষ্টার সঙ্গে বিমসটেক মহাসচিব ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনী আমারাসুরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলতে থাকা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্নের সঙ্গে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক পৌঁছান।