মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১২

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
আজ শুক্রবার (৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এ কে এম মেহেদী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রুবেল (৩২), সুমন মুন্সি (৩৩), আমিনুল ইসলাম (২১), আব্দুর রহমান (২৯), মলি (১৯) এবং পিয়ারী (৪০)। এদের মধ্যে দস্যুতা মামলায় দুজন, মাদক মামলায় একজন, ডিএমপির মামলায় দুজন ও সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি একজন রয়েছেন। একই দিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তিনজন ছিনতাইকারী রয়েছেন।
মেহেদী হাসান আরও বলেন, গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।