মেহেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

মেহেরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। ফাইল ছবি
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী শহরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি।
গাংনী থানা-পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরিবারের লোকজন জানায়, এমএ খালেকের নাতির আকিকা উপলক্ষ্যে পারিবারিক অনুষ্ঠান চলছিল।