খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে অগ্নিকাণ্ড হয়েছে।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দেওয়ান পাড়ায় গণি মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
গণি মিয়ার বাড়ির পার্শবর্তী বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, ‘হঠাৎ গণি মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনে বের হয়ে দেখি তার বসত ঘরে আগুন জ্বলছে। পাড়া প্রতিবেশীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি।’
মো. আলাউদ্দিন আরও বলেন, গত কয়েকদিন আগে গণি মিয়ার মেয়ের বিয়ে হয়েছে। শনিবার মেয়েকে জামাই বাড়ি নিয়ে যাবে। মেয়েকে দেওয়ার জন্য সোনার গহনা ঘরে ছিল। আগুনে গহনা ও নগদ টাকাসহ পরিবারের ব্যবহারের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, সন্ধ্যায় আগুনে গণি মিয়ার বসতবাড়ি পুড়ে যাওয়ার খবর জেনেছেন। উপজেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরের ঘটনাস্থল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহযোগিতা করা হবে। এছাড়াও তবলছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।