ময়লার ভাগাড়ে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিক বায়ু দূষণ সৃষ্টিকারী স্থানসমূহ পরিদর্শনের অংশ হিসেবে আজ শনিবার (৫ এপ্রিল) সকালে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল এলাকায় পরিবদর্শন করেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ‘ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না।’
এই সময় পার্শ্ববর্তী দুটি স্টিলমিল বন্ধে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।
মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
স্বাস্থ্য সুরক্ষায় এখানে ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপেরও জোর দাবি জানায় তারা। এর প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, শিগগিরই এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়। তবে ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে।