এক ঘণ্টার চেষ্টায় শাহবাগ ফুল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের গাড়ি ফাইল ছবি
দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর শাহবাগের ফুল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, ‘এখনও আগুন লাগার কারণ জানা যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। রিপোর্ট পেশ করার পর বিস্তারিত জানাব।’
অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।