চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (৬ এপ্রিল) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট জাবিদ হাসান আরও বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদক ও প্রাইভেটকারসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মতলব উত্তর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।