স্বামীর কবরে শায়িত হলেন মুকরেমা রেজা

স্বামী মরহুম সৈয়দ মো. হাসান রেজার কবরে স্ত্রী মরহুম মুকরেমা রেজাকে দাফন করা হয়েছে।
আজ রোববার (৬ এপ্রিল) বাদ আছর মরহুমার জানাজার নামাজ শেষে রাজধানীর বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে দাফন করা হয়। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানাজার নামাজে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা আমান উল্লাহ আমান, এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, পরিচালক নুরুদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা আজ রোববার ভোররাত ৩ টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।