জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হৃদয়ের বাড়িতে ছাত্রদল নেতা আমান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হৃদয়ের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। গতকাল রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর বাউফলের পশ্চিম যৌতা গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়ার ৮ মাস পর মৃত্যুবরণ করা শহীদ আশিকুর রহমান হৃদয়ের (১৭) বাড়িতে যান তিনি।
আমানুল্লাহ আমান সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান হয়েছে। এখানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের দেখভাল করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন রয়েছে। সেখানে শতকোটি টাকা খরচ করা হয়। কিন্তু হৃদয়ের চিকিৎসার কোনো খবর নেওয়া হয়নি। গুলিবিদ্ধ হওয়ার ৮ মাস পর উন্নত চিকিৎসার অভাবে হৃদয়ের পৃথিবীতে থেকে চলে যাওয়া রাষ্ট্রের উদাসীনতার প্রমাণ। রাষ্ট্রেরতো দায়িত্ব ছিল হৃদয়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।
ছাত্রদলের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটকে এক প্রকার যারা ছিনিয়ে নিয়ে রাজনীতি করছেন, যারা শহীদের পবিত্র রক্তের কথা বলে রাজনীতিক দল তৈরি করেছেন, তারাও উদাসীন ছিলেন। তারাও আওয়ামী লীগের মতো চেতনা বাণিজ্য করছেন। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের কথা বলে চেতনা বাণিজ্য করেছে, তারা জুলাই নিয়ে চেতনা বাণিজ্য করছে।
আমান আরও বলেন, বিগত দিনে বিএনপি জুলাই শহীদ ও আহতদের পাশে ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই যোদ্ধা হৃদয়ের পরিবারের খোঁজ-খবর নিচ্ছেন।
হৃদয়ের পরিবারে চাকরি দেওয়াসহ সকল ধরনের সহায়তা করা হবে বলে জানান এ ছাত্রদল নেতা। তিনি হৃদয়ের বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
উল্লেখ্য, পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে হৃদয়। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় রাজপথে অংশ নেয় সে। গত ১৮ জুলাই যাত্রাবাড়ী মোড়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি লাগে। উন্নত চিকিৎসার অভাবে তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি। গত শুক্রবার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।