ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামীদল, ইমাম-উলামা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শত শত মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করেন বিক্ষুব্ধ জনতা।
প্রথমে সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড়ে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয় বিক্ষুব্ধ জনতা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আরব দেশগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।