কিশোরগঞ্জে নৌকাডুবি : কলেজছাত্রী নিহত, ছোট বোন নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দর্শনার্থীদের জনপ্রিয় ভ্রমণস্থান ‘মিনি কক্সবাজার’ খ্যাত দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নীলা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় তার ৯ বছর বয়সী ছোট বোন নীহা এখনও নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত নীলা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আবদুর রহমান এবং মা নীপা আক্তার বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, শুক্রবার বিকেলে চার সদস্যের পরিবারটি দক্ষিণ চরটেকীর ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘুরতে আসে। পরে একটি ছোট নৌকায় নদীতে ভ্রমণে গেলে নৌকাটি ডুবে যায়। এতে পরিবারের সবাই পানিতে তলিয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তিনজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। তবে তার ছোট বোন নীহা (৯) এখনও নিখোঁজ।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, নৌকাডুবির ঘটনায় একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযান চলছে।
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেলেও এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা মনিটরিং নেই, ফলে প্রায়ই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।