ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর উপজেলার নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
আহতরা হলেন- সিএনজি চালক মিজানুর রহমান (২০), সাইফুল ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লামুখী একটি সিএনজিতে তারা চিনাইর ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথে সিএনজিটি রামরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে ২ জনের মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার এসআই আসিফুজ্জামান জানান, রামরাইল এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে এ দুঘর্টনা ঘটে।