কসবায় ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড

বসে আছেন দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিং করার অপরাধে মো. ইব্রাহিম (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৩০ আগস্ট) কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালক ইব্রাহিম অশালীন কথা বলে তাকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। পরে আসামি দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন ইউএনও।