নুরের ওপর হামলার বিচার ও জাপা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

গণ-অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পৌর মুক্তমঞ্চ থেকে জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে কাউতলী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী রাজীউর রহমান, সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান তাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিজবুল্লাহ হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোল্যা প্রমুখ।
বক্তারা বলেন, ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। তারা হামলাকারীদের দ্রুত বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
বক্তারা বলেন, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারেরও দাবি জানান তারা।