ময়মনসিংহে দুর্বৃত্তের হামলায় বাবা-ছেলেসহ আহত ৩

ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার কান্দিগাঁও বাজারে দুর্বৃত্তের হামলায় বাবা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে কান্দিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার (৫০), তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাহরিয়ার শাওন (৩০) ও যুবদল নেতা কায়সার আহমেদ (২৫)।
স্থানীয়রা জানান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপিনেতা কবীর সরকার ছেলের সঙ্গে রাত আটটার দিকে কান্দিপাড়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় কবীরের দুই দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
আহত কবীর সরকার অভিযোগ করে বলেন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশে তাদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘কবীর ডাকাত দলের বহিষ্কৃত সদস্য। সে ৫ আগস্টের পর বাজার দখল করেছে। সে আমার বিরুদ্ধে যা বলেছে, সব মিথ্যা বলেছে।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘এ ঘটনায় কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’