নাটোরে আদালতের মালখানার গ্রিল কেটে টাকাসহ গুরুত্বপূর্ণ আলামত চুরি

নাটোর আদালতের মালখানাসহ বিভিন্ন রুমের দরজা-জানালার গ্রিল কেটে প্রায় ৩৭ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ আলামত চুরির ঘটনা ঘটেছে। এ সময় আদালতের হাজত খানা ও মালখানাসহ আশেপাশের সিসি ক্যামেরা ডিভাইসগুলোও খুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে চুরির খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেছে পুলিশ।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকালে মালখানার চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে মালখানার গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও রূপার কিছু গহনা খোয়া যাওয়ার তথ্য পেয়েছেন। তবে কী পরিমাণ আলামত খোয়া গেছে তা রেজিস্টার না মিলিয়ে বলা সম্ভব না। এছাড়াও আশপাশের কয়েকটি কক্ষের লোহার গ্রিল কাটা পাওয়া গেছে এবং এলাকাটির সিসি ক্যামেরা ডিভাইসও চুরি হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টিতে গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশের কয়েকটি টিম।