নাটোরে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ

নাটোর পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দেড় শতাধিক বাসিন্দা চিকিৎসা নিয়েছেন সদর হাসপাতালে। এর মধ্যে শতাধিক রোগী ভর্তি রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল (২ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে পৌর এলাকার ঝাউতলা, কাঁঠালবাড়িয়া, চৌকিরপাড়, ডোমপাড়া ও উলুপুর মহল্লায় হঠাৎ পাতলা পায়খানা ও বমি শুরু হয়।
হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স সুমি খাতুন জানান, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আক্রান্তরা জানিয়েছেন, তারা পৌরসভার সরবরাহকৃত পানি পান করার পর এ সমস্যা দেখা দিয়েছে।
নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার জানান, তারা পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে এটি পানিবাহিত বলে মনে হয়নি। তবে নমুনা পরীক্ষা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে প্রেরণ করা হবে।
ওয়াটার সুপারভাইজার রবিউল ইসলাম জানান, সরেজমিনে আক্রান্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। পানির পরীক্ষা করার পর প্রাথমিকভাবে জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বলেন, পৌরসভার ১২টি পাম্পের মাধ্যমে একযোগে পানি সরবরাহ করা হয়। তাই যদি পানি থেকে এমন সমস্যা হতো, পুরো পৌর এলাকার মানুষই আক্রান্ত হতো। রবিউল ইসলাম আরও জানান, গরমের কারণে খাবার থেকেও ডায়রিয়া হতে পারে।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন হাসপাতাল পরিদর্শন করে জানান, ৫ সদস্যের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকা পরিদর্শন, নমুনা সংগ্রহ ও যাচাই-বাছাই করে ডায়রিয়ার প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা করবে।