অর্থ আত্মসাৎ মামলায় নাগরিক কমিটির পিংকি কারাগারে

প্রতারণার মামলায় জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদ্য বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিন পিংকিকে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার উপপরিদর্শক(এসআই) মোহাম্মদ কামরুল হোসেন পিংকিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে পিংকিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে দিলশাদ আফরিন পিংকিকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার থেকে জানা গেছে, প্রতারণা করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা মডেল থানায় মামলাটি করেন।