এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি আক্তারুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন

এনটিভি ও দৈনিক যুগান্তরের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় আশুগঞ্জ উপজেলা সদরের শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
আক্তারুজ্জামান রঞ্জনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধনতলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে সেখানেই দাফন করা হবে।
গতকাল শুক্রবার রাত ১১টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আক্তারুজ্জামান রঞ্জন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচ দিন ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আক্তারুজ্জামান রঞ্জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।