মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (১৩ এপ্রিল) ভোরে পৌর শহরের মুখার্জি পাড়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরে নিজ বাসা থেকে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।