দুদকের মামলায় খালাস পেলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন। বিষয়টি দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি। এই কারণে বিচারক খালাস দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ১৫ মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে মোহাম্মদ মোসাদ্দেক আলীকে খালাস দেওয়া হয়।