ভৈরবে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ওই গ্রামের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুবেল পান্ডা নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও চারজনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপিনেতা তোফাজ্জল হক এবং বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা সরকার সাফায়েত উল্লাহর সমর্থকদের মধ্যে অনেক বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে ভর্তি করে তাদের স্বজনরা।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী বলেন, দীর্ঘদিন ধরেই মৌটুপী গ্রামের বর্তমান চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হকের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাংচুরসহ হতাহতের ঘটনা ঘটছে। আজও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।