গোপালগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের রাঘদী এবং গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার সাতপাড়ে গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লীচিকিৎসক সুদর্শন গাইন মুকসুদপুর উপজেলার কলিগ্রামের মৃত সুকণ্ঠ গাইনের ছেলে এবং নিহত ইমন বেপারী পার্শ্ববর্তী মাদারীপুর জেলার পশ্চিম রাস্তি গ্রামের খলিল বেপারীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী নসিমনকে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় নসিমনের চালক ইমন বেপারী (২৭) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং নসিমনের দুজন যাত্রী গুরুতর আহত হয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
অপরদিকে বুধবার (১৬ এপ্রিল) রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত হন পল্লী চিকিৎসা সুদর্শন গাইন।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, সুদর্শন তার নিজ গ্রাম কলিগ্রামে পল্লী চিকিৎসা করতেন। স্ত্রী নূপুর মণ্ডলের হাসপাতালের নার্সের চাকরির সুবাদে তিনি পরিবারের সঙ্গে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কোয়ার্টারে থাকতেন। প্রতিদিনের মতো সুদর্শন মোটরসাইকেলযোগে কলিগ্রাম থেকে গোপালগঞ্জ হাসপাতাল কোয়ার্টারে যাচ্ছিলেন। সাতপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পাশে রাখা পাথরের খোয়ার ওপরে উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।