পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই তিন বসতঘর

পটুয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের ফৌজদারি পুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল (২০ এপ্রিল) রোববার দিনগত রাত আড়াইটায় ফৌজদারি পুল এলাকায় অ্যাডভোকেট চন্দন সোমাদ্দারের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক রাত আড়াইটায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের শিখা দেখে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন এবং বাসাবাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে চন্দন সোমাদ্দারসহ তার আরও দুই ভাই থাকতেন।
চন্দন সোমাদ্দারের ভাই গৌতম সোমাদ্দার বলেন, খালি পায়ে কোনোরকমে ঘর থেকে বের হতে পেরেছি। কোনো কিছুই আগুন থেকে রক্ষা করতে পারি নাই। শত্রুতা করে আমাদের ঘরের চারপাশে কেউ আগুন দিয়েছে। ঘরের সকল মালামাল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু আগুনে পুড়ে গেছে, কোনো কিছুই আর নাই।
এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, ফোন পাওয়ার সাথে সাথে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।