সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

‘নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে’ এই স্লোগান ধারণ করে আত্মপ্রকাশ করেছে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত মূলধারার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের ছয় মাস মেয়াদী সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সাভার রেডিও কলোনিতে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। সভার শুরুতে জুলাই গণহত্যার শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন—সোহেল রানা (দৈনিক তৃতীয় মাত্রা) ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান (প্রতিদিনের বাংলাদেশ)।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন—আব্দুল মোতালেব (দৈনিক সংগ্রাম) ও আহমেদ জীবন (দৈনিক সকালের সময়)।
যুগ্ম সদস্য সচিব হয়েছেন—সিদ্দিকুল ইসলাম (রূপালী বাংলাদেশ)। নির্বাহী সদস্য হিসেবে আছেন—মুজাহিদ খাঁন কাওসার (রাজধানী টিভি) ও জাহাঙ্গীর হোসেন রানা (দৈনিক মুক্ত খবর)।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি শবে বরাত ও ভালোবাসা দিবসে সংগঠনটি আত্মপ্রকাশ করে। বর্তমানে গুগল ফর্মের মাধ্যমে ২০৪ জন গণমাধ্যমকর্মী সদস্যপদে আবেদন করেছেন। সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।