নাটোরে গোপন ছাপাখানায় প্রাথমিক ও মাদ্রাসার নকল বই জব্দ

নাটোরে গোপন ছাপাখানায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে প্রাথমিক ও মাদ্রাসার বিপুল পরিমাণ নকল বই। ছবি : এনটিভি
নাটোরের সিংড়ায় একটি গোপন ছাপাখানায় অভিযান চালিয়ে প্রাথমিক ও মাদ্রাসার বিপুল নকল বোর্ড বই জব্দ করেছে যৌথ বাহিনী। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সেনা সদস্যরা সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা গ্রামে অভিযান চালিয়ে এ বই জব্দ করে।
এ সময় নলবাতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কৃষক আব্দুর রশিদের ভাড়া বাসায় স্থাপন করা ছাপাখানায় তল্লাশি চালিয়ে এনসিটিবির প্রাথমিক শ্রেণির গণিতসহ ও মাদ্রাসার প্রাথমিক শ্রেণির বেশ কিছু নকল বই জব্দ করা হয়। তবে ছাপাখানার মালিক আব্দুল হালিম পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পরে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরকার ঘটনাস্থলে গিয়ে ছাপাখানাটি সিলগালা করে দেন। তিনি জানান, কারখানার মালিক আব্দুল হালিমকে ফোনে ঘটনাস্থলে আসার নির্দেশ দিলেও তিনি আসেননি।