নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়েন মারুফ

অভাবনীয় উদ্ভাবনী ক্ষমতা আর অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দিলেন ফরিদপুরের সদরপুরের মারুফ মোল্লা নামের এক যুবক। নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রতিদিন তার এই আকাশযাত্রা দেখতে ভিড় করছেন এলাকার উৎসুক জনতা।
উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা মারুফ মোল্লা ছেলেবেলা থেকেই পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তার সেই স্বপ্নপূরণ অধরাই থেকে যায়। একপর্যায়ে মারুফ নিজের চেষ্টায় আকাশে ওড়ার সিদ্ধান্ত নেন। ইন্টারনেট ঘেঁটে প্যারাগ্লাইডারের সন্ধান পান, কিন্তু আকাশছোঁয়া দামের কারণে তা কেনা সম্ভব হয়নি। এরপর তিনি নিজেই প্যারাগ্লাইডার তৈরির চ্যালেঞ্জ গ্রহণ করেন।
প্রথমদিকে রিমোট কন্ট্রোল প্রোটোটাইপ প্যারামোটর তৈরি করার চেষ্টা করলেও সফলতা পাননি মারুফ। তবে তিনি হাল ছাড়েননি এবং পরবর্তীতে মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরি করে অবশেষে সফল হন। শুরুতে ব্যালেন্স করতে কিছুটা অসুবিধা হলেও একসময় তিনি সাফল্যের মুখ দেখেন। পূরণ হয় তার আকাশে ওড়ার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এরপর থেকেই প্রায়শই মারুফ তার স্বনির্মিত প্যারাগ্লাইডার নিয়ে আকাশে ভেসে বেড়ান।

এনটিভি অনলাইনকে মারুফ বলেন, ইচ্ছে ছিল অল্প টাকায় প্যারাগ্লাইডার তৈরি করে মানুষের আকাশে উড়ার স্বপ্ন পূরণ করার৷ সেই ভাবনা মত কাজ শুরু করি। প্রথমে রিমোট কন্ট্রোল প্রটোটাইপ প্যারামোটর তৈরি করার চেষ্টা করি। তবে তা সফলতা না পাওয়ায় পরবর্তীতে মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরিতে সফল হলাম।
অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ মারুফ। তার এই অভাবনীয় উদ্ভাবন দেখে মুগ্ধ এলাকাবাসী। মারুফ মনে করেন, ভবিষ্যতে আরও নতুন ও চমকপ্রদ কিছু তৈরি করে তিনি তার এলাকার মানুষকে তাক লাগিয়ে দেবেন।